পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও - Jokes Gopal varer 111 hasir galpo একদিন গোপালের কোনও বন্ধু এসে মহারাজকে কানভারী করার জন্য গোপনে জানালে, ‘গোপাল আপনার একজন কর্মচারী। লোকটাকে আপনি খুব বিশ্বাস করেন। তাই তাঁর হাতেই টাকাকড়ি খরচ করার ভার দিয়েছেন। তিনি আপনার অনেক টাকা সরিয়েছেন……….আপনি হিসেব মিলিয়ে দেখুন।
100 stories of Gopal vaar, bangla gopal bhar story, bangla gopal var golpo, download, for gopal var, free online গোপাল ভাড়ের কৌতুক
পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও - Jokes Gopal varer 111 hasir galpo
মহারাজ প্রথমে কিছুতেই লোকটিকে কথা কানে তুলতে চান না। বলেন—গোপাল আমার বিশ্বাসী লোক, সে কখনও অমন কাজ করতে পারে না। কোনদিন টাকাকড়ি এদিক—সেদিক করবার লোকই সে নয়। আমি তাকে বিশ্বাস করি’।
তখন লোকটি দফায় দফায় গোপালের খরচের নমুনা বলতে লাগল। সে অমুক তারিখে অত হাজার টাকা গাপ করেছে….অমুক তারিখে অমুক সম্পত্তি নিজের নামে কিনেছে হিসাবের খাতায় পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও অমুক তারিখে এক হাজার টাকা জমা দিয়েছে….আবার অমুক তারিখে…..জাল রসিদ দাখিল ক’রে, তিন হাজার টাকা বার করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি কত কথা বলে গেল... Jokes Gopal varer 111 hasir galpo
পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও - Jokes Gopal varer 111 hasir galpo
মহারাজ এইসব বিষয় অবাক হয়ে শুনলেন, তারপর খাতাপত্র পরীক্ষা করে দেখলেন লোকটির সমস্ত কথাই সত্যি। কিন্তু সে টাকা মহারাজ নিজ থেকেই দিয়েছেন। যেমন যেমন দিয়েছেন প্রায় সবই মিলে যাচ্ছে, সেজন্য মনে মনে হাসতে লাগলেন। তখন তিনি বললেন, ‘আমার বাড়ীতে আমার অন্য কর্মচারী বা আমি কিছুই জানলাম না, অথচ, বাইরের লোক হয়ে তুমি এত-সব খবর জানলে কি ক’রে মশাই? গোপাল কি তোমাকে সব জানিয়েছে?’
লোকটি বললে, ‘গোপালের যা আয় তাঁর চাইতে ব্যয় অনেক বেশী। ও প্রচুর টাকা ওড়াচ্ছে অনবরত! তাই গোপালের নামে আপনার কাছে নালিশ করলাম সাবধান হওয়ার জন্য।’
Jokes Gopal varer 111 hasir galpo
মহারাজ বললেন ‘তা বটে। তোমার নাম-ধামটা বাপু আগে জানতে চাই।’ তুমি কোথায় থাক এবং তোমার নাম কি?
লোকটি সবিস্ময়ে প্রশ্ন করলে, ‘আমার নাম? কেন মহারাজ? আমি কি আপনার চুরি করেছি নাকি যে, আমার নাম-ধাম জানতে চাইছেন?’ আমি আপনাকে সত্যি কথাই বলছি।
মহারাজ বললেন ‘কারণ দুই নম্বর আসামী বলে তোমাকে গ্রেফতার হবে কি না! তুমি হচ্ছো গোপালের পরামর্শদাতা ও বখরাদার। তা নইলে এমন সব গোপনীয় কথা খাতাপত্র না দেখেই তুমি জানতে পারলে কি করে? গোপাল যা কিছু করেছে, সব তোমারই পরামর্শমত। বোধ হয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে, তাই গোপালকে ধরিয়ে দিতে এসেছ—এই না? যাক নিজের চরকায় তেল দাও, পরের চরকায় তেল না দিলেও চলবে।’ লোকটি মুখ নীচু করে চইলে গেল... পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও - Jokes Gopal varer 111 hasir galpo
No comments:
Post a Comment