Monday, September 26, 2016

গোপালের সঙ্গে রসিকতা - Gopaler Songe Rosikota

গোপালের সঙ্গে রসিকতা - Gopaler Songe Rosikota গোপাল ভাঁড় একবার বরযাত্রী হয়ে বিয়ে বাড়ীতে গিয়েছিল কনে পক্ষের একজন বয়ষ্ক রসিক ব্যক্তি গোপালের সঙ্গে রসিকতা করার উদ্দেশ্যে বললে
গোপালের সঙ্গে রসিকতা, রসিক গোপাল, গোপাল এর চালাকি, free online গোপাল ভাড়ের কৌতুক

গোপালের সঙ্গে রসিকতা - Gopaler Songe Rosikota

এই যে গোপাল তুমিও দেখছি বরযাত্রী হয়ে এসেছ জানো তোআমাদের এখানে অনেক বাঁদর আছে এখানে বাঁদরের অত্যাচার ভীষণ অবশ্য তোমার চেহারও বাদরের মত বাদরদের মধ্যিখানে তোমাকে মানাবে ভাল কি বলো? বাদর যদি কেউ ইতিপূর্বে না দেখে থাকে যাত্রায় বাদর দেখাও হয়ে যাবে আর কলা খাওয়াও দেখবে

গোপালের সঙ্গে রসিকতা - Gopaler Songe Rosikota


গোপাল ভাঁড় তখন কনেপক্ষের সেই ভদ্রলোককে বলল, “মশায় এর আগেও আমি ঢের বাদর দেখেছি কিন্তু আপনার মতো এমন অসভ্য বাদর কোথাও কোনদিন দেখিনি! এবার ভদ্রলোক মুখের মাপমত জবাব পেয়ে একেবারেই চুপ... গোপালের সঙ্গে রসিকতা - Gopaler Songe Rosikota

No comments:

Post a Comment