Monday, September 26, 2016

গোপাল ভাঁরের ইলিশ মাছ রহস্য - Gopal Vaarer Elish Mach Rahosso

গোপাল ভাঁরের ইলিশ মাছ রহস্য - Gopal Vaarer Elish Mach Rahosso গঙ্গার ধারে একদিন কথা প্রসঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, ‘আমাদের বাঙ্গালীর মধ্যে ইলিশ মাছ দেখলেই লোকে দাম জিজ্ঞেস করে, এর কারণ কি?
বাঙ্গালীর ইলিশ মাছ, free online গোপাল ভাড়ের কৌতুক, gopal var golpo download, images, Gopal bhar hasir golpo

গোপাল ভাঁরের ইলিশ মাছ রহস্য - Gopal Vaarer Elish Mach Rahosso 

গোপাল উত্তর দিল, ‘এটা বাংগালীর স্বভাব মহারাজ। তবে আমি যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরি আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবে না।
মহারাজ বললেন অসম্ভব, হতেই পারে না, লোকে দাম জিজ্ঞেস করবেই।
গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন, ‘আমি নদীর ধার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত ইলিশ মাছ নিয়ে যাব, আমায় কেউ একবারও দাম জিজ্ঞেস করবে না। আমি হলফ করে বলতে পারি পরখ করে দেখতে পারেন……
মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, ‘তা অসম্ভব। লোকালয় দিয়ে ইলিশ মাছ হাতে করে নিয়ে গেলে কেউ-না-কেউ তোমায় দাম জিজ্ঞেস করবেই, না করে পারেই না। আমি আজ পর্যন্ত সব সময়ই দেখে আসছি এবং শুনেও আসছি

গোপাল ভাঁরের ইলিশ মাছ রহস্য - Gopal Vaarer Elish Mach Rahosso 

গোপাল আবার জোর গইলায় বললে, ইলিশ নিয়ে আমি নদীর পাড় থেকে লোকের ভিড়ের মধ্য দিয়ে বাড়ি পর্যন্ত যাব, আমার কাছে একবারও কেউ দাম জিজ্ঞেস করবে না দেখতে পারেন।

বাঙ্গালীর ইলিশ মাছ, free online গোপাল ভাড়ের কৌতুক, gopal var golpo download, images, Gopal bhar hasir golpo
গোপাল বলল, ‘তর্কাতর্কি করে লাভ নেই, আমি হাতে হাতে প্রমাণ করতে চাই এবং গোপাল আরও বলল, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি কিনা  দেখুন

গোপাল ভাঁরের ইলিশ মাছ রহস্য - Gopal Vaarer Elish Mach Rahosso 

মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, ‘বেশ, তুমি প্রকাশ্য রাজপথ দিয়ে ইলিশ মাছ হাতে নিয়ে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। পথে যদি তোমাকে কেউ ইলিশ মাছের দাম না জিজ্ঞেস করে, তবে আমি তোমাকে একশো-টাকা পুরস্কার দেব। যদি একজনও তোমায় দাম জিজ্ঞেস করে, টাকা তো তুমি পাবেই না, উল্টো তোমায় পঁচিশ ঘা চাবুক খেতে হবে। রাজী থাকো তো তুমি কাজে নামতে পার। পরে তো আমাকে দোষ দিতে পারবে না
গোপাল ভাঁরের ইলিশ মাছ রহস্য - Gopal Vaarer Elish Mach Rahosso 
গোপাল বললেন, ‘বেশ, আমি আপনার প্রস্তাবে রাজী আছি, দেখি পারি কিনা।

মহারাজ কৃষ্ণচন্দ্র জেলেদের কাছ থেকে গোপালের হাতে একটি বড় ইলিশ কিনে দিলেন। ঠিক লো মহারাজের তরফ থেকে দুজন বিশ্বাসী লোক সত্যাসত্য যাচাই করার জন্য গোপালের বাড়ি পর্যন্ত গোপালকে অনুসরণ করে পিছু-পিছু যাবে। যাতে গোপাল ফাকি দিতে না পারে

No comments:

Post a Comment