আশ্চর্য ভূতের উপদ্রব - Start Read new gopal varer 111 hasir galpo রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য নিয়োগ দেওয়া হবে।
দেশদেশান্তর থেকে চিকিত্সকেরা এলেন যোগ দিতে। গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিত্সক
নির্বাচনের। গোপাল খুশিমনে বসলেন তাঁদের মেধা পরীক্ষায়।
—আপনার
চিকিত্সালয়ের আশপাশে ভূতের উপদ্রব আছে?
—জি আছে।
প্রচুর ভূত। ওদের অত্যাচারে ঠিকমতো চিকিত্সা পর্যন্ত করতে পারি না। দিন দিন ওদের
সংখ্যা বাড়ছেই।
এবার দ্বিতীয় চিকিত্সকেরপালা।
আশ্চর্য ভূতের উপদ্রব - Start Read new gopal varer 111 hasir galpo |
—আপনার
চিকিত্সালয়ের আশপাশে ভূতের উপদ্রব কেমন?
—আশ্চর্য, আপনি জানলেন
কীভাবে! ওদের জ্বালায় আমি অস্থির। দিন দিন ওদেরসংখ্যা বাড়ছেই।
এভাবে দেখা গেল সবার চিকিত্সালয়ের আশপাশেই ভূতের উপদ্রব
আছে। একজনকে শুধু পাওয়া গেল,
যাঁর কোনো ভূতসংক্রান্ত ঝামেলা নেই। গোপাল তাঁকে রাজবৈদ্য নিয়োগ দিলেন। পরে
দেখা গেল এই চিকিত্সকই সেরা। রাজাও খুশি। একদিন রাজা ধরলেন গোপালকে। গোপাল বললেন, ‘আজ্ঞে মহারাজ, দেখুন, সবার
চিকিত্সাকেন্দ্রের আশপাশে ভূতের উপদ্রব শুধু বাড়ছে আর বাড়ছে। এর অর্থ হলো, তাঁদের রোগী মরে
আর ভূতের সংখ্যা বাড়ে…আর যাঁকে
নিলাম, তাঁর
ওখানে কোনো ভূতের উপদ্রব নেই…অর্থাত্
তাঁর রোগীএকজনও মরে না... আশ্চর্য ভূতের উপদ্রব - Start Read new gopal varer 111 hasir galpo
No comments:
Post a Comment