Friday, October 14, 2016

গোপাল ভাঁড়ের হাসির গল্প- এক ভিক্ষুক

এক সকালে গোপাল বাড়ির ভেতরে একটি জরুরী কাজে ব্যস্ত। এক ভিক্ষুক সদর-দরজায় দাঁড়িয়ে চেঁচাতে লাগল-‘গোপাল বাবু একবারটি শুনে যান তো, একবারটি শুনে যান। গোপাল হাতের কাজ ফেলে ব্যস্তপায়ে ভিক্ষুকটির কাছে আসতেই সে বলল-‘কিছু ভিক্ষা চাইছি।’ গোপাল ভ্রুকুঁচকে বলল-‘একথা বলার জন্য আমাকে ডেকে আনলে। 
newgopalvaarstory
গোপাল ভাঁড়ের হাসির গল্প- এক ভিক্ষুক

হাতের কাজ ফেলে ছুটে আসতে হল-’ ভিক্ষুকটি নিতান্ত অপরাধীর মত করুন স্বরে নিবেদন করল-‘কিছু মনে করবেন না, মাফ চাইছি। আসলে চেঁচিয়ে ভিক্ষা চাইতে লজ্জা।–’ তার মুখের কথা শেষ হবার আগেই গোপাল বলল-‘বুঝলাম, এসো, ভিতরে এসো।’ ভিক্ষুকটি তার পিছন পিছন এগিয়ে গিয়ে উঠোনে দাঁড়াল। গোপাল ঘরে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ বাদে ঘর থেকে বেরিয়ে বলল-‘তুমি এখন আসতে পার হে। ভিক্ষে দেয়া যাবে না।

No comments:

Post a Comment